ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শনিবার (১০ মে) উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পরে এক বিবৃতিতে বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়ে বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দেশকে স্বৈরাচারমুক্ত করার পথে একটি অগ্রগতি।
তবে বিপ্লবী জনতার প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। জনতার এই প্রত্যাশা পূরণে সরকারকে সচেষ্ট হতে পীর সাহেব চরমোনাই আহ্বান জানান।
এর আগে আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। গণহত্যার অভিযোগে দলটির বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না।
এনএইচ/