সোমবার, ১২ মে ২০২৫ ।। ২৯ বৈশাখ ১৪৩২ ।। ১৪ জিলকদ ১৪৪৬


হাফেজে কোরআনদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকের এই সংবর্ধনা একটি স্বীকৃতি মাত্র, প্রকৃত সম্মান তখনই আসবে যখন হাফেজেরা কোরআনের আদর্শকে বাস্তবে রূপ দেবে এবং জাতির প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে। আমরা চাই, প্রতিটি হাফেজ হয়ে উঠুক একজন কোরআনবাহক নেতৃত্ব।’ 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী। তিনি বলেন, ‘যারা আল্লাহর কিতাব হিফজ করে, তারা শুধু একজন ছাত্র বা মুমিনই নয়—তারা হচ্ছেন কোরআনের পাহারাদার। তাদের হৃদয়ে সংরক্ষিত রয়েছে আল্লাহর কালাম। এই সম্মান ও দায়িত্বকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। হাফেজে কোরআনদের আদর্শ জীবন গঠনের মাধ্যমে সমাজে ন্যায়ের আলো ছড়িয়ে দিতে হবে।’

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি দেলোয়ার হোসাইন।

হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ