খেলাফত মজলিসের সদস্য শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে ‘সদস্যদের দায়িত্ব-কর্তব্য’ বিষয়ে আলোচনা পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
দারসুল কুরআন পেশ করেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক।
উক্ত অনুষ্ঠানে সদস্য প্রার্থীদের মধ্য হতে আবেদন মঞ্জুরকৃত ভাইদের গঠনতন্ত্রে উল্লিখিত সদস্য শপথ বাক্য পাঠ করান আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ।
দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান সমাপ্ত হয়।
এসএকে/