রবিবার, ১৬ জুন ২০২৪ ।। ১ আষাঢ় ১৪৩১ ।। ১০ জিলহজ ১৪৪৫


বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইন্টারনেট ব্যবহারে গুগল ক্রোম খুবই পরিচিত একটি ব্রাউজার। গোটা বিশ্বে এটিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। অসংখ্য ব্যবহারকারী রয়েছেন— যারা ব্রাউজারটি প্রতিদিনই ব্যবহার করেন। কিন্তু ইংরেজিতে ব্যবহার করে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে একটি ভালো খবর হলো— ব্রাউজারকে বাংলাসহ বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায়। নিচে এর পদ্ধতি দেখানো হলো।

বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে

- বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহারের জন্য কম্পিউটার থেকে প্রথমে ব্রাউজারটির ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। 

- এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস’ নির্বাচনের পর বাঁ দিকে থাকা ‘ল্যাংগুয়েজেস’ অপশন নির্বাচন করতে হবে। 

- এবার ‘ওয়েবসাইটস ইন ইউর ল্যাংগুয়েজেস’ অপশনের পাশে থাকা ‘অ্যাড ল্যাংগুয়েজেস’ বাটনে ক্লিক করলেই বেশ কয়েকটি অপশন দেখা যাবে। 

- প্রদর্শিত অপশন থেকে ‘বাংলা’ নির্বাচন করে ‘অ্যাড’ বাটনে ক্লিক করতে হবে। 

- এরপর ওয়েবসাইটস ইন ইউর ল্যাংগুয়েজেসের নিচে বাংলা অপশনের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘ডিসপ্লে গুগল ক্রোম ইন দিস ল্যাংগুয়েজ’ নির্বাচন করতে হবে।

স্মার্টফোনে বাংলায় ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন যেভাবে

- স্মার্টফোন থেকে ক্রোম ব্রাউজার ব্যবহারের জন্য ব্রাউজারটির ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ অপশন নির্বাচন করতে হবে।

- এরপর স্ক্রল করে ‘ল্যাংগুয়েজেস’ নির্বাচনের পর ‘অ্যাড ল্যাংগুয়েজ’ অপশন থেকে ‘বাংলা’ নির্বাচন করতে হবে। 

- এবার ‘ক্রোমস ল্যাংগুয়েজ’–এর নিচে ‘বাংলা’ ভাষায় ট্যাপ করার পর প্রদর্শিত অপশন থেকে আবার ‘বাংলা’ নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ