শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


পেঁয়াজের ঝাঁঝ লেগেছে ডিম-রসুনেও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় এক মাস ধরে অস্থিতিশীল পেঁয়াজের বাজার। এবার পাল্লা দিয়ে নতুন করে বেড়েছে ডিম ও রসুনের দামও।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের পাইকারী বিক্রি ছিলো ১৩৫-১৪৫ টাকা কেজি। আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২৫-১৩৫ টাকা কেজিতে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ১৪০-১৫৫ টাকা কেজিতে। আর আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজিতে।

এদিকে লেয়ার মুরগির ডিমের হালি এখন ৪০ টাকা আর ডজন বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৫০ টাকা। খুচরা বাজারে সে দাম রাখা হচ্ছে ১০ থেকে ১৫ টাকা বেশি। পাশাপাশি নতুন করে দাম বাড়ছে রসুনেরও।

বৃহস্পতিবার বাজারে দেশি রসুন প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা দরে। বিদেশি রসুন বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা দরে। খুচরা বাজারে রসুনের দাম বিক্রি হচ্ছে কেজিতে ১৫-২০ টাকা বেশি দরে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, পেঁয়াজের ছোঁয়াতেই বাড়ছে রসুনের দামও।

-এটি


সম্পর্কিত খবর