শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ভার্চুয়াল আদালতের বিষয়ে চিন্তা করছে বাংলাদেশ সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে এবার ভার্চুয়াল আদালতের বিষয়ে চিন্তাভাবনা করছে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে জাস্টিস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আদালতের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভার্চুয়াল আদালত চালু হলে কুখ্যাত অপরাধীদের জেল থেকে বের করতে হবে না। তাদের নিয়ে রাস্তা চলার ঝুঁকিও থাকবে না। কিন্তু আদালতে বিচারও করা যাবে অপরাধীদের।

স্বজন হারানোর পর বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হবে, তা তিনি চান না। তেমনটি তার ক্ষেত্রেও হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। প্রত্যেকেরই আইনের শরণাপন্ন হওয়ার অধিকারী রয়েছে এবং বিচার পাওয়ার অধিকার রয়েছে। দেশের সংবিধানেই সেই কথা উল্লেখ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর