শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


চীন থেকে ১৭১ জনকে ফেরত আনা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, হুবেই প্রদেশে থাকা আরো ১৭১ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ৩০ জন নিজেদের অর্থে দেশে ফিরতে রাজি আছেন বলে দূতাবাসে নাম নিবন্ধন করেছেন। তবে আমরা সবাইকেই ফিরিয়ে আনব। এ ব্যাপারে কাজ চলছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, বিষয়টি চীনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিরিয়ে নিয়ে আসার পুরো বিষয়টি আমাদের হাতে নেই। ভাইরাসটি যেন ছড়াতে না পারে এ জন্য কিছু করণীয় আছে। তাই কবে নাগাদ এই ১৭১ জন ফিরবেন তার দিন-তারিখ এখনই বলা যাচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭১ জন দেশে আসার জন্য রেজিস্টেশন করেছেন। যখনি বলা হলো নিজের পয়সায় আসতে হবে, সাথে সাথে সংখ্যাটি ৩০-এ নেমে গেল। তাদেরকে ফেরত আনাটা চায়না সরকারের ওপর নির্ভর করছে।

-ওএএফ


সম্পর্কিত খবর