রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


আপনি কতোটা সামাজিক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

samajikপ্রযুক্তি ডেস্ক : কিছু সুনির্দিষ্ট জিনের কার্যক্রম বলে দিতে পারে আপনি কতোটা সামাজিক এবং অন্যের সঙ্গে আপনার সম্পর্ক কেমন।

ইউনিভার্সিটি অব জর্জিয়ার গবেষকরা OXT নামের একটি জিনে oxytocin, যাকে লাভ হরমোনও বলা হয় সেটি গবেষণা করে দেখেছেন যাদের মধ্যে এই oxytocin কম তাদের চোখ মুখের রুক্ষভাব বেশী থাকে এবং ভালবাসার মানুষের সঙ্গে সম্পর্কে বিষাদ বেশি থাকে।

তবে গবেষকরা আরো বলেছেন যাদের মধ্যে methylation কম তাদের এই অপেক্ষাকৃত রুক্ষতা কমিয়ে আনা সম্ভব মেথিলেশন নামের একটি পদ্ধতির দ্বারা। গবেষণার নেতা মনোবিজ্ঞানী ব্রায়ান হ্যাস বলেন, মেথিলেশন বৃদ্ধিতে methylation কমে যায় ফলে একটা ব্যালান্সের সৃষ্টি হয়।

তিনি বলেন এর ফলে ব্যাক্তি বিশেষের সামাজিব আচার ব্যাবহারেও পরিবর্তন ঘটে।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ