বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মকর্তার যাবজ্জীবন জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jelআওয়ার ইসলাম:  কেন্দ্রীয় ডাক বিভাগের ঢাকা নগরী উত্তর ডাক বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মনসরুছ সামাদ চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।জানা যায়, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা দুর্নীতির মামলায় আদালত এ রায় দিয়েছেন।

বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার পলাতক ওই আসামির বিরুদ্ধে দণ্ডের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর ৭ আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন।

খালাস প্রাপ্তরা হলেন, সাবেক বিল পেইড অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, একেএম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন।

মামলার পর দণ্ডিত আসামি গ্রেপ্তার হয়ে জামিন পেয়ে পলাতক হন। খালাসপ্রাপ্ত আসামিরা ২০১২ সালের ৩১ জানুয়ারি আদালত আত্মসমর্পণ করে কারাগারে যান এবং পরে জামিন পান।

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ  ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিওর ঢাকা মহানগরের উত্তরের বাাজট শাখার সাবেক অপারেটর মো. মনসুরুছ সামাদ চৌধুরীর বিররুদ্ধে ২০০৪ সালের ১৮ আগষ্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর চার্জশিট দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী।

ডিএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ