বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

শুধু রাখাইন নয়, মুসলিম নিধন হয়েছে পুরো মিয়ানমারে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga20আওয়ার ইসলাম : শুধু রাখাইন নয়, মিয়ানমারের একাধিক রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের উপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্যাতন চালিয়েছে। আর নির্যাতন ও দমননীতির পক্ষে মিয়ানমার কর্তৃপক্ষের অযৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার (দূত) ইয়াংহি লি এক বিবৃতিতে ওই নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুুলে ধরেন। একই সঙ্গে তিনি মিয়ানমারে সফরকালে যেসব রোহিঙ্গা মুসলিমের সঙ্গে কথা বলেছেন তারা আবারও নির্যাতনের শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি বলেন,  এ ধরনের সাম্প্রদায়িক নির্যাতন বন্ধে এ মুহূর্তে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। গত মঙ্গলবার জাতিসংঘের ওয়েবসাইটে ইয়াংলির বিবৃতি প্রকাশ করা হয়। তার নেতৃত্বে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ৯ থেকে ২০ জানুয়ারি মিয়ানমার সফর করে।

ইয়াংহি লির বিবৃতিতে বলা হয়, তার নেতৃত্বে প্রতিনিধি দল রাখাইন রাজ্যের বুথিডং এবং মংডু এলাকা পরিদর্শনকালে নিযাতনের প্রমাণ তারা পেয়েছেন। এসব এলাকার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষকে দুর্বিষহ জীবন কাটাতে দেখেছেন। তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিশু ও নারীদের ওপর বাড়াবাড়ি রকমের নির্যাতন চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকারের কোনো তোয়াক্কাই করেনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ