বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যা ইচ্ছা তাই করবেন: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sinhaআওয়ার ইসলাম : সাংবিধানিকভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ১৯৭১ সালের ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। তবে ধর্মনিরপেক্ষতা মানে এই নয়, যে ইচ্ছা তাই করবেন। আজ সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবলের জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে এক সংবর্ধনা সভায় তিনি বলেন, 'বাদ্যযন্ত্র ব্যবহারে যেন অন্য ধর্মের কোনো সমস্যা না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।'

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, 'বিচার বিভাগ স্বাধীন ছিল, স্বাধীন থাকবে।'

এ সময় হবিগঞ্জ জেলার বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, 'আমি যাদের হবিগঞ্জে নিয়োগ দিয়েছি তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধপ্রবণতা অনেক কমে গেছে।'

প্রধান বিচারপতি শচী অঙ্গন ধামে পূজা-অর্চনা শেষ করে একটি বকুল ফুলের চারাগাছ রোপণ করেন। পরে তিনি কলকাতার অধ্যাপক সমরেশ দাস রচিত শ্রীচৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

শচী অঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন এমপি মুনিম চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির চৌধুরী।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ