সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

ফুলপুরে জঙ্গি ও মাদক দমনে আলেমদের সহযোগিতা চাইলেন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur16এমএ মান্নান: ময়মনসিহের ফুলপুর থানায় সোমবার দুপুরে স্থানীয় আলেমদের নিয়ে জঙ্গি ও মাদক বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী আহম্মাদ মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজ, ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ হাকিম সরকার, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পৌর মেয়র আমিনুল হক, ওসি (তদন্ত) মোঃ আব্দুলাহ আল মামুন প্রমূখ ব্যক্তিবর্গ।

স্থানীয় আলেমদের মাঝে জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা আবদুল খালেক ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার প্রিন্সিপাল অধ্যক্ষ জয়নাল আবেদীন ফুলপুর আদর্শ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবু রায়হান কবি ফুলপুর রিপোর্টারস ইউনিটের সভাপতি কবি সাংবাদিক মাওলানা সুলতান আহমাদ সহ এ সময় প্রায় শতাধিক উলামায়ে কেরাম ও মসজিদের খতীবগন উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে দেশে চলমান জঙ্গি তৎপরতা রোধে উলামায়ে কেরামের সহযোগিতা কামনা করেন। জুমা পূর্ব আলোচনায় মুসল্লীদের কে সতর্ক করারও আহবান জানান তারা।

সভাপতি বক্তব্যে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ মোল্লা অনুষ্ঠানে সতস্ফূর্তভাবে উপস্থিত হওয়ায় উলামায়ে কেরাম ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,আপনাদের সহযোগিতা পেলে আমাদের দায়িত্ব পালন করা আরো সহজ হয়ে যাবে বলেও দাবি এই কর্মকর্তা।

ধর্মীয় অনুভূতি মানুষ কে খারাপ কাজ থেকে বিরত রাখে, এ জন্যে আপনারা মানুষ কে বুঝাবেন, সতর্ক করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ