সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

নাটোরে গেইট চাপা পড়ে মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

natorনাটোর: নাটোরে নির্মাণাধীন বাড়ির গেইট ধসে চাপা পড়ে সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে বিকেল ৩টার দিকে গেইট ধসে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। সাদ্দাম হোসেন সদর উপজেলার ভবানীপুর ডাঙ্গাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং  নাটোর আল মাদরাসাতুল জামহুরিয়া ফাজিল ও অনার্স মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।

মাদ্রাসা অধ্যক্ষ আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, সাদ্দাম হোসেন আজ বিকেলে বাড়ির মুল ফটকে নির্মাণাধীন গেইটের ওপর পড়ে থাকা ঝরা পাতা পরিস্কার করতে গিয়ে ধ্বসে পড়ে। এসময় সাদ্দাম হোসেন ওই ধসে পড়া গেইটের নিচে চাপা পড়ে মারাত্মক জখম হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার কওে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লোকমুখে এই বিষয়টি জেনেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ