বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

সংকীর্ণ অন্তর নিয়ে সমাজ বিপ্লব সম্ভব নয়: ড. আ ফ ম খালিদ হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল ৯/৬/১৭ইং রোজ শুত্রুবার ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর হালিশহর থানা শাখার আয়োজনে বাইতুল করিম কমপ্লেক্সে অডিটোরিয়ামে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন পূর্ব এশিয়ার অন্যতম আলেমে দীন আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। অধ্যাপক ওমর গণি এম এইচ কলেজ।

প্রধান আলোচকের বক্তব্যে ড. আ ফ ম খালিদ বলেন, সংকীর্ণ অন্তর নিয়ে কখনোই সমাজ বিপ্লব সম্ভব নয়। এজন্য উদার মন মানসিকতা নিয়ে ইসলামী আদর্শনির্ভর একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ।

তিনি বলেন, ছাত্রদেরকে অবশ্য একাডেমিক শিক্ষার প্রতি মনোযোগী হয়ে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহা.নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেহাদুল মুসলীমিন ফাউন্ডেশন চট্টগ্রাম এর সভাপতি মাওলানা সাহেদুল ইসলাম।

থানা সভাপতি মুহা.নাজমুল ইসলামের এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা.আব্দুর রহিমের এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অন্যান্যদদের মাঝে আরো উপস্থিত ছিলেন,  চট্টগ্রাস্থ প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ের সভাপতি ফরহাদ হোসাইন। সাধারন সম্পাদক দিদারুল ইসলাম, যুব আন্দোলন মহানগরের সহ-সভাপতি মাইন উদ্দিন জামসেদ, শাখা সাবেক সভাপতি কবি ছাখাওয়াত আজিজ ইসলামী আন্দোলন বাংলাদেশ,বাংলাদেশ মুজাহিদ কমিটি,ইসলামী শ্রমিক আন্দোলন,ইসলামী যুব আন্দোলন হালিশহর থানা নেতৃবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ