বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

ইবির ডায়েরি থেকে জিয়ার নাম বাদ, ছাত্রলীগের আনন্দ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিত ডায়েরি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বাদ দেয়া হয়েছে এবার।

এ উপলক্ষ্যে বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

বুধবার বেলা ১২টায় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে এ আনন্দ মিছিল করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের টেন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে শাহিনুর রহমান বলেন, 'জিয়াউর রহমান ছিল পাকিস্তানের দালাল। তার নাম বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে থাকতে পারে না।'

বক্তৃতাকালে তিনি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের বিশৃঙ্খলা করতে দেখা মাত্রই প্রতিহত করতেও নেতাকর্মীদের নির্দেশ দেন।

মিছিল ও সমাবেশে সালাহউদ্দিন আহমেদ সজল, আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল, সিদ্দিকী আরাফাতসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ