বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

আসামির বাড়িতে পুলিশের অস্থায়ী ক্যাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর সাভারে পালাতক এক আসামীর বাড়িতে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ। পুলিশের হাতকড়াসহ ওই আসামী পালিয়ে যাওয়ার পর তাকে ধরার জন্য আসামীর বাড়িতেই অস্থায়ী ক্যাম্প বসিয়েছে পুলিশ

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ সোহেল আল মামুন জানান, গত শুক্রবার ভোররাতে ‘সন্ত্রাসী’ ও যুবলীগের সাবেক নেতা আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই সময় আল-আমিন পুলিশের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আল-আমিনের সহযোগী ইসমাইল মারা যায়।

এরপর ৩৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করে পুলিশ। এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পলাতক আসামি আল আমিনকে ধরতে গতকাল বুধবার রাত ৮টা থেকে  তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অস্থায়ী এই ক্যাম্পে দিনে-রাতে ১৩ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

সোহেল আল মামুন বলেন, ‘সন্ত্রাসী ও ভূমি দস্যু আল-আমিনের বিরুদ্ধে থানায় প্রায় ১০ থেকে ১৫টি মামলা রয়েছে। তাঁকে ধরতে ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তাঁর বাড়ির সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়েছে।এ ছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

এদিকে স্থানীয়রা জানান, পুলিশ ক্যাম্প বসানোর পর আল-আমিনের তিন ভাই ও বাবা-মা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ