বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
আজ রাতেই আ.লীগের বিষয়ে ফয়সালা হবে:নাহিদ ইসলাম আ. লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে: হাসনাত জুলাই গণহত্যা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা

মাদরাসার শিক্ষার্থীরা কখনো সন্ত্রাস করতে পারে না: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, মাদরাসার শিক্ষার্থীরা কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে যুক্ত হতে পারে না।

ইসলামী জ্ঞান না থাকার কারণেই ছাত্র ও যুব সমাজ বিভ্রান্ত হচ্ছে। তিনি বলেন, কোরআন হাদীসের যথাযথ চর্চা না থাকায় আজ সমাজে শুধু অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তিনি দলমত নির্বিশেষে সকলকে কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়ার আহবান জানান।

বুধবার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে জামিয়া যফর আহমদ ওসমানী ক্বাওমী মাদরাসা ময়দানে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর চরবংশী ইউনিয়ন মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, কোরআন অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়তে পারলে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করা যাবে।

রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ্, বটতলী ক্বাওমী মাদ্রাসার মুহ্তামিম হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ, হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল হোসেন হাওলাদার প্রমুখ।

পরে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। মাহফিলে দিতে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ