রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


দক্ষিণ আফ্রিকায় দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মধ্যে বাংলাদেশিদের খাদ্য বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে জোহানেসবার্গের মালবান শহরে দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ফোরামের মালবান শাখার সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাউটেং অঞ্চল সভাপতি আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিরা গ্রাম থেকে শুরু করে প্রতিটি অঞ্চলে ব্যবসা করছে। আমরা যদি কৃষ্ণাঙ্গদের সাহায্যে এগিয়ে আসতে পারি, তাহলে এই কৃষ্ণাঙ্গরা আমাদের সব ধরনের বিপদে আমাদের পাশে থাকবে।’

বিশেষ অতিথি ছিলেন ফোরামের সাবেক অফিস সম্পাদক শাহাদাত হোসাইন বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে গরিব মুসলিম ভাইবোনদের সহযোগিতা করা।’

সাবেক সভাপতি মেসবাহ উদ্দিন ফারুক বলেন, ‘আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ব্যক্তি যেমন উপকৃত হবে, ঠিক তেমনি ইসলামের প্রতি আফ্রিকার মানুষদের ভেতর ভালো বার্তা যাবে।’

আরো উপস্থিত ছিলেন জোন সভাপতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারি আমিরুল ইসলাম।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে কৃষ্ণাঙ্গ মুসলমানের সংখ্যা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ