সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

খুনের মামলায় আসামীরা সর্বস্বান্ত: খুন হওয়া ব্যক্তি ফিরেছেন ৯ বছর পর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অওয়ার ইসলাম: অপহরণ ও খুনের মামলায় আসামীরা সর্বস্বান্ত হয়েছেন বেশ আগেই। কিন্তু খুন হওয়া ব্যক্তি বাড়ি ফিরেছেন দীর্ঘ প্রায় ৯ বছর পর। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জে।

২০০৯ সালের ১০ জুলাই ‘নিখোঁজ’ হয় কিশোরগঞ্জের হোসেনপুরে জালাল উদ্দিন (১৬) নামের এক লোক। এরপর হত্যা ও লাশ গুম করার অভিযোগে প্রতিপক্ষের নামে করা হয় মামলা। কিন্তু দীর্ঘ ৯ বছর পর গত ১৬ জানুয়ারি বাড়ি ফিরেছেন জীবিত জালাল উদ্দিন।

ফিরে আসার পর জালাল উদ্দিন ১৬ জানুয়ারি হাজির হন আদালতে। আদালতে তার আইনজীবী জানান, আসামিরা নেশাযুক্ত ওষুধ সেবন করানোর কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘদিন পর কিছুটা স্মৃতিশক্তি ফিরে পাওয়ায় বাড়ি ফিরে এসেছেন।

এদিকে আদালতে হাজির হওয়ার পর কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহমান মামলাটি নিম্ন আদালতে পাঠানোর ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। একই সঙ্গে হোসেনপুর থানার ওসিকে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশও দিয়েছেন আদালত।

অন্যদিকে মামলার আসামি হয়ে অমানবিক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা।

জানা যায়, জালাল উদ্দিন হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর লাকুহাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। পরিবারের অভিযোগ, তিনি ২০০৯ সালের ১০ জুলাই নিখোঁজ হন।

পরে তাকে খুন ও লাশ গুমের অভিযোগে স্ত্রী ললিতা বেগম ২০১০ সালের ৩১ মার্চ হোসেনপুর থানায় পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় গাঙ্গাটিয়া গ্রামের শংকর সূত্রধর, মো. আসাদ মল্লিক, রুহুল আমিন উরফে রঙ্গু, হিরা মিয়া ও আজহারুল ইসলামকে।

মামলাতে বিবরণিতে বলা হয়, সৌদি আরব পাঠানোর কথা বলে আসামিরা তার স্বামীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু জালাল উদ্দিনকে বিদেশে না পাঠিয়ে ঢাকায় নিয়ে অপহরণ করা হয়। এরপর আর জালালের খোঁজ পাওয়া যায়নি।

জালালের ফিরে আসা প্রসঙ্গে স্ত্রী ললিতা বেগম বলেন, ‘দীর্ঘদিন পর আমার স্বামী ফিরে এসেছে। কিন্তু তিনি কোথায় ছিলেন, কিভাবে ছিলেন; কিছুই তার মনে পড়ছে না। শুধু বলছেন— কত জায়গায় গিয়েছি, অনেকের কাছ থেকে চেয়ে খাবার খেয়েছি। এভাবেই দীর্ঘ ৯টি বছর বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, কিন্তু এখন তার কিছুই মনে নেই’।

গণমাধ্যম সুত্রে জানা যায়, স্থানীয়দের সন্দেহ, জালাল এলাকার একটি চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কোনও কিছুর বিনিময় বা আশ্বাসে ওই চক্রের হয়ে কাজ করেছেন তিনি। ‘অপহরণ, খুন ও লাশ গুমের’ নাটক সাজিয়ে তৃতীয় একটি পক্ষ প্রতিপক্ষকে ফাঁসিয়ে ফায়দা লুটেছে। কোনও কারণে তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ফিরে এসেছেন।

এদিকে মামলার প্রধান আসামি শঙ্কর সূত্রধর মামলার পর তার বাড়িঘর ছেড়ে পরিবার-পরিজন নিয়ে ভারতে চলে গেছেন। তার ফেলে যাওয়া বাড়িঘর ও সহায়-সম্পত্তি প্রভাবশালীরা দখল করে নিয়েছে।

আরেক আসামি হিরা মিয়া এলাকায় সজ্জন হিসেবে পরিচিত ব্যক্তি। মামলার পর ঘরে চার মেয়ে রেখে বাড়ি থেকে চলে গেছেন। পুরো সংসার এই কয় বছরে তছনছ হয়ে গেছে। তিনটি বছর পালিয়ে ছিলেন দেশের বিভিন্ন জায়গায়। পরে জামিন পেয়ে বাড়িতে ফিরে আসেন।

পুরো ঘটনাকে সাজানো দাবি করে মামলার আরেক আসামি রুহুল আমিন বলেন, জালালকে একটি মহল লুকিয়ে রেখে তাদের নামে মিথ্যা মামলা করেছে। তিনিও তিন বছর ফেরারি ছিলেন। আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গাঙ্গাটিয়া গ্রামের আজহারুল ইসলাম ওষুধের ব্যবসা করেন। তিনিও মামলার আসামি। মামলায় পড়ে তার ব্যবসা ও পরিবার তছনছ হয়ে গেছে। পুলিশের নির্মম নির্যাতনের শিকার হন তিনি।

আজহারুল ইসলামের দাবি তাকে তখন ক্রসফায়ারে মেরে ফেলারও হুমকি দেয় পুলিশ। তিনি বলেন, ‘ওই দুঃসহ দিনগুলোর কথা মনে হলে এখনও কান্না পায় তার’।

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থীর কম্বল বিতরণ

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ