সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

ছাত্রলীগের সহায়তায় নিজের ছেলেকে তাড়ানোর চেষ্টা; হামলা ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ছেলেকে বাড়ি থেকে তাড়াতে ছাত্রলীগের ক্যাডারদের ভাড়া করে নিজ বাড়িতে হামলা চালায় বাবা আমজাদ হোসেন। এতে বাড়িঘর ভাংচর, ছিনতাই ও লুটপাট চালায় ভাড়াটিয়া সন্ত্রাসীরা।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপে আহত হন অন্তত ৭ জন। গ্রামবাসী এগিয়ে আসলে তাদের বাঁধার মুখে ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ইছাকুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। খবর ইত্তেফাক।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, আমজাদ হোসেনের বড় স্ত্রীর ছেলে সোলায়মান (৪৫) তার বাবার জমিতে মাটি ভরাট করে বাড়ি করে বসবাস করে আসছিলো। এতে বাঁধ সাধেন দ্বিতীয় স্ত্রী এবং তার দুই ছেলে সবুজ ও রফিক।

এদের সাথে সায় দিয়ে বড় ছেলে সোলায়মানকে (৪৫) বাড়ি থেকে উৎখাত করতে লুটপাট ও ভাংচুরের এই ঘটনা ঘটায়।

এতে রৌমারী উপজেলা ছাত্রলীগের সদস্য রাশেদ, জামিল, জাহিদসহ ১৫ সদস্যের একটি দল অংশ নেয় বলে অভিযোগ ওঠেছে।

এ সময় আহত হন, সোলায়মান (৪৫), মারুফা (৩৬), মান্নান (৪০), আনোয়ার (২৮), কাদের (৩২) লাকী (২৫) ও আমজাদ (৬৫)। আহতদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্র রাম দা, চাইনিজ কুড়াল, ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করে থানায় নেয় পুলিশ।

রৌমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান ফারসি তুষার সাংবাদিককে জানান, ওই বাড়ির মালিক আমজাদ হোসেন ছাত্রলীগের এক কর্মীর নিকটাত্মীয়।

বিষয়টি জানতে ছাত্রলীগের ছেলেরা ঘটনাস্থলে গেলে গ্রামবাসীরা ধাওয়া করলে তারা মোটরসাইকেল রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোন্তাছের বিল্লাহ সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ