বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না ; ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি তোফায়েল গাজালি, কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না মন্তব্য করে বলেছেন, কোটা সংস্কারে দাবীতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের
বহুদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

কোটার নামে মাত্র ৪৪% চাকরী মেধাবীদের জন্য বরাদ্দ রেখে বছরের পর বছর শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে তাদের দাবী সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও বরাবরই তারা লাঞ্চিত হয়েছেন। গতকালও দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা যৌক্তিক ও ন্যায়সঙ্গত কর্মসূচি পালন করছিল।

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের ক্যাড্যারদের নারকীয় হামলায় একথা সুস্পষ্ট হয়েছে জালেম এ সরকারের হাতে কোমলমতি শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তিনি বর্বর এ তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে কোটা প্রথার সংস্কার পূর্বক এ আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমী ছাত্র জনতা আরো কঠিন আন্দোনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হবে।

আজ দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আফসার, খালেদ মাহমুদ, খায়রুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর ফারুক, তানভীর আহমদ, রশিদ আহমদ প্রমুখ।

এইচজে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ