শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


মক্কায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাবেরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জাবের (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টা ২০মিনিটে ইন্তেকাল করেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, তার স্ত্রী দিলারা বেগম শাহানা ফোনে এ খবর নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, এক পু্ত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মো. জাবের গত ৬ আগস্ট স্ত্রী ও ছোট কন্যাকে সঙ্গে নিয়ে হজপালনের জন্য সৌদি আরবে যান। বীর মুক্তিযোদ্ধা এই আইনজীবীর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে।

তিনি ঢাকায় ধানমন্ডি শংকরে বসবাস করতেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের স্নাতক ডিগ্রিধারী মো. জাবের ২০০৯ সালে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০১৮ সনে ৪ জানুয়ারি  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে যোগ দেন তিনি।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মো. জাবেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে গজনি; এবার কাবুল দখলের টার্গেটে তালেবান

আরএম/


সম্পর্কিত খবর