শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


সাম্প্রতিক তালেবান হামলায় পাকিস্তানকে দায়ী আফগান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগান তালেবানের ব্যাপক হামলায় দেশটির উত্তরাঞ্চল গজনি শহরে আফগান নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়াবহ এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগান সরকার।

তবে আফগানিস্তানের এ দাবি জোরালভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

সেনাপ্রধান বলেন, পাকিস্তানকে দোষারোপ না করে আফগান সরকারের নিজেদের দিকে নজর দেয়া উচিত।

তিনি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে তৎপর কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয় না পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।

ব্যবসার নিয়ে জটিলতা?- ক্লিক

এদিকে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি অভিযোগ করেন, গজনি শহর দখল করতে গিয়ে আহত হওয়া তালেবান জঙ্গিদের চিকিৎসার জন্য পাকিস্তানে নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি পাক সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়ার কাছে ব্যাখ্যাও তলব করেছেন।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট তিনদিক দিয়ে গজনি শহরে অতর্কিত আক্রমণ চালিয়ে শহরের অধিকাংশ এলাকা দখলে নেয় তালেবান।

আক্রমণে কয়েকশ নিরাপত্তাকর্মী নিহতের খবর পাওয়া গেছে। এছাড়াও তালেবানসহ বেসামরিক লোক মিলিয়ে নিহত হয়েছে পাঁচ শতাধিক।

সূত্র : ডন নিউজ

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ