শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইসরায়েলে রকেট হামলা, বাড়িতে আগুন, আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা থেকে রকেট হামলায় ইসরাইলের একটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্স।

জানা যায়, ইসরায়েলের লাগাতার বর্বর হামলার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ রকেট হামলা চালনো হয়। ওই ঘটনার পর ইসরাল ব্যাপক সতর্কতা অবলম্বন করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনিরা প্রতিবাদের বর্ষপূর্তি পালন করছে। একইসঙ্গে আগামী ৯ এপ্রিল ইসরাইলের নির্বাচনের প্রচারণা ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ বলছে, রকেটের আঘাতে বাড়িটিতে আগুন ধরে যায়। ওই ভবনের ৬ বাসিন্দাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গাজায় হামলার জন্য ইসরাইলি সেনাবাহিনী আকাশ পথে সাইরেন বাজায়। এর কয়েক মিনিটের মধ্যেই গাজা থেকে রকেটটি এসে পড়ে।

জানা যায় এ হামলার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য ওয়াশিংটন সফরে ছিলেন। তবে, সফর সংক্ষিপ্ত করে নেতানিয়াহু দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর