সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশন নিয়ে অবস্থান তুলে ধরল এনসিপি হেফাজতে ইসলামকে এনসিপির তিন নারী নেত্রীর লিগ্যাল নোটিশ মাওলানা গোলাম মুহাম্মদ বুস্তানবী রহ. যেন একটি প্রতিষ্ঠান শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে?

বাংলাদেশের দিকে এগুচ্ছে ‘ফনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘ফনি’। গত ২৭ এপ্রিল সৃষ্ট হওয়া ঝড়টি গত তিন দিনে বাংলাদেশের দিকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার এগিয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঝড়টি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। যদিও প্রথম দিন অর্থাৎ ২৭ এপ্রিল এর অবস্থান ছিল ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে।

একইভাবে ২৭ এপ্রিল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তবে সোমবার (২৯ এপ্রিল) ঝড়টি এগিয়ে এসে ১ হাজার ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এদিকে মোংলা সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে ছিল। তবে আজ ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে আছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে থাকলেও আজ এটি এগিয়ে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, এখনো শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী দুই-এক দিনের মধ্যে প্রকৃত অবস্থান বোঝা যাবে। তবে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর-পূর্ব দিকে বাক নিয়ে উপকূল বরাবর হয়ে উপকূলীয় এলাকাগুলোর দিকে ঝড়টি যেতে পারে।

ঝড়ের গতিবেগের বিষয়ে তিনি বলেন, ঝড়ের গতিবেগ এখনও এত বেশি না। ঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। এমনিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে আপডাউন করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ