বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

'সরকার কৃষকের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, কৃষকরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে চরম সংকটের মুখে নিপতিত হয়েছে। উৎপাদন খরচের চেয়ে বহু কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। বিঘাপ্রতি দুই থেকে তিন হাজার টাকা লোকসান হচ্ছে কৃষকদের।

এ অবস্থায় সরকারের দায়িত্ব ছিল সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা। কিন্তু তা না করে সরকার কৃষকদের আর্তনাদ ও দুর্দশা চেয়ে চেয়ে দেখছে। সরকার কৃষকদের জন্যে কিছুই করছে না।

গতকাল সোমবার বিকেলে বিজয়নগরের মজলিস মিলনায়তনে আইনজীবী মজলিস ঢাকা মহানগরীর আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আহমদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবী নির্ধারিত মূল্যে সরকারীভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় করতে হবে। কৃষকদের বাঁচাতে হবে। কৃষক না বাঁচলে চাকুরীজীবি, পেশাজীবি কেউই ভাল থাকবে না। আইনজীবীদেরকে দেশের এসব মজলুম মানুষের পাশে দাঁড়াতে হবে।

আইনজীবি মজলিস ঢাকা মহানগরীর সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট এনায়েত রাব্বী একরামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল।

ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, এডভোকেট সৈয়দ মুহা. সানাউল্লাহ, এডভোকেট শোয়াইব আহমদ, এডভোকেট দেলোয়ার হোসাইন এমদাদ, এডভোকেট আমজাদ হোসাইন, এডভোকেট ইমরান হোসাইন, এডভোকেট দীপু আহমদ, ইমরান হোসাইন, নফর শেখ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ