বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

কিশোরগঞ্জ খেলাফত যুব মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত যুব মজলিস কিশোরগঞ্জ জেলা সদর শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায় শহরের পুরান থানাস্থ মাছরাঙ্গা রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান হচ্ছে তাকওয়ার মাস, এ মাসে মুসলমানেরা রোজা অবস্থায় যে খাবার হালাল তা রোজা অবস্থায় খাওয়া থেকে বিরত থেকে নিজেদের তাকওয়ার পরিচয় দেন। যারা এ মাসে রোজা রেখে খাবার খাওয়ার সামর্থ থাকা সত্বেও না খেয়ে আল্লাহভীতির পরিচয় দেন তারাই সারা বছর আল্লাহকে ভয় করে থাকেন এবং হালাল রিজিক অন্বেষণ করে থাকেন।

বক্তারা ব্যবসায়ীদের উদেশ্যে বলেন, অনেক ব্যবসায়ী রমজানে পণ্যে ভেজাল মিশিয়ে থাকেন যা রমজানের শিক্ষার পরিপন্থী। আমাদেরকে সবাইকে সতর্ক থেকে রমজানের পুরোপুরি হক আদায় করতে হবে। তবেই আমাদের নামাজ, রোজা, তারাবিহ আল্লাহর কাছে কবুল হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাওলনা যুবায়ের আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার ড. খলিলুর রহমান খান আল আজহারী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের বাইতুল মাল বিষয়ক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুল্লাহ সাদেক, মাওলানা আব্দুল কাদির, মুহাম্মদ হাবিবুর রহমানসহ কিশোরগঞ্জ জেলা পার্শ্ববর্তী জেলার শতাধিক নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ