বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

'প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. ছিলেন দেশ ও উম্মাহর জন্য নিবেদিত প্রাণপুরুষ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান বলেন, উপ-মহাদেশের কিংবদন্তি আলেম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. ছিলেন বাংলাদেশের ইসলামী আন্দোলনের পথ প্রদর্শক। ইসলামের নামে মুখোশদারী বাতিল এবং তাগুতি শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন ব্যক্তি।

তিনি যেমন ছিলেন ইসলাম, দেশ এবং জনগণের জন্য অতন্দ্র প্রহরী, তেমনি রাজনৈতিক ময়দানে ভোটাধিকার, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট দাবি ও সত্য প্রতিষ্ঠার পক্ষেও আন্দোলন সংগ্রাম করে গেছেন। আধ্যাত্মিক জগতেও তার অবদান ছিল ব্যাপক সমাদৃত। তার ত্যাগ, কুরবানী ও সংগ্রামী জীবন আমাদের জন্য অনুস্মণীয় হয়ে থাকবে চিরকাল।আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চাসনে মর্যাদাবান করুন আমীন।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে ‘প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. এর জীবনাদর্শ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ রশীদ মুশতাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহদী হাসান জামালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সামীউর রহমান মুসা, সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম।

বক্তব্য রাখেন ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আরিফুল হক ইদ্রিস, মুহাম্মদ সোহাইল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সানা উল্লাহ, সুনামগঞ্জ জেলা সাবেক সাংঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম, সিলেট জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুহাম্মদ মাহবুল হক, ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট পশ্চিম জেলা সভাপতি আল মাহমুদ আতিক।

মহানগর মজলিস ১৩নং ওয়ার্ড সহ-সভাপতি মুফতি শাব্বীর আহমদ, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর সেক্রেটারি মুহা. মনোওয়ার হুসাইন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আরাফাত, ছাত্র মজলিস জামেয়া মাদানিয়া শাখা সভাপতি ইকরামুল হক জুনাইদ, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক ফরিদ উদ্দিন, সাবেক বায়তুলমাল সম্পাদক আবদুল্লাহ আল মনসুর, টেকনিক্যাল কলেজ শাখার সভাপতি ইসমাঈল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমদ, ব্যবসায়ী মাওলানা আখলাক আহমদ, রেজওয়ান আহমদ চৌধুরী, এডভোকেট রুমান আহমদ, জাবেল আহমদ, কামরুল হাসান, বদরুল ইসলাম সাজিদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ