বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন এসোসিয়েশনের শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো.আরিফুল হক চৌধুরী বলেছনে হোমিওপ্যাথি সফলতা ও চূড়ান্ত পর্যায়ে এসে গেছে।

হোমিওপ্যাথিক ঔষধ চিকিৎসা একটি প্রাচীন ও জনপ্রিয় চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসা জনপ্রিয়তা পেয়েছে কারণ এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এলোপ্যথিক চিকিৎসার আগে মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা, হারবাল চিকিৎসা ও ভেষজ চিকিৎসার প্রতি নির্ভরশীল ছিল।

বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি চিকিৎসা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হোমিও চিকিৎসা সম্প্রসারনের আশ্বাস প্রদান করেন।

তিনি বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেল এর সম্মেলন কক্ষে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমৌশন কাউন্সিল এর যৌথ উদ্যোগে শীর্ষক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাােদশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল ডা.মো.আলী হোসেন এর সভাপতিত্বে এবং ডা.শরীফ শাহরিয়ার চৌধুীরর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় রেজিস্ট্রার কাম সেক্রেটারী ডা. মো.জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের গভনিং বডির সদস্য শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সংরক্ষিত সদস্য-৩ সুষমা সুলতানা রুহি, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য ডা.আব্দুল হক.বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য, জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মো.ইমদাদুল হক।

জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.এমএ মোজাহিদ খান, বাংলাােদশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোেিসয়শনের সহ-সভাপতি ডা.মাহবুব হাফিজ। আরো বক্তব্য রাখেন, ডা. জামাল উদ্দিন, ডা.আব্দুর রকিব, ডা. রিষিকেষ পাল,ডা.ইদ্রিস আলী, ডা.রনজিত দাশ, ডা.আবদুল মোক্তাদির সরদার প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ