বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

'দেশের কৃষি ও কৃষককে বাঁচাতে এখনই উদ্যোগ গ্রহণ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, কাজেই এদিকে লক্ষ্য রেখে সরকারকে সব সিদ্ধান্ত নিতে হবে। কৃষককে মেরে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের কৃষি বাঁচলে কৃষক বাঁচলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কাজেই দ্রুততম সময়ে ধানের ন্যায্য মূল্য প্রদান করে দেশের কৃষিখাতকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে এখনই উদ্যোগ নিতে হবে।

আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, সরকার ভারত থেকে চাউল আমদানির সিদ্ধান্ত নিয়েছে, সরকারের এ সিদ্ধান্ত বাংলাদেশের কৃষিকে নিরবে ধ্বংস করার নামান্তর। কাজেই সরকারকে বলব, এ সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন।

গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইসমাঈল নুরপুরী বলেন, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। যাকাতের মাধ্যমে ধনী-গরীবের বৈষম্য দূর হয় এবং সমাজে ভারসাম্য তৈরি হয়। কাজেই আমাদের সকলকে যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করতে হবে।

সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, নারী ধর্ষণ, নারী নির্যাতনের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুরআনের আইন না থাকার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। কুরআনের শাসন প্রতিষ্ঠা হলে নারী নির্যাতন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। সমাজে শান্তি ফিরে আসবে। কাজেই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এগিয়ে আসে হবে।

দলের ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মুমিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাসিক মদীনা সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল।

সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, বাইতুল মাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভুইয়া, ইনসাফ২৪ এর সম্পাদক মাহফুজ খন্দকার, বাংলাদেশ ইসলাম লেখক ফোরামের সেক্রেটারী মাওলানা মুনীরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, সহ-সেক্রেটারী মাওলানা সানাউল্লাহ, মাওলানা আতিকুল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ