বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

ঈশ্বরদীতে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঈশ্বরদীর গোকুলনগর ও চকনারিচা বাঘবাড়িয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলতাব হোসেন (৪৫) উপজেলার শহরের স্কুলপাড়া চারাবটতলা এলাকার আবেদ আলীর ছেলে ও সাকিব হোসেন (২০) বাঘবাড়িয়া এলাকার আলমগীর হোসেন নুনের ছেলে।

স্থানীয়দের বরাতে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, উপজেলার গোকুলনগর গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে আলতাব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের দাবি, আলতাব হোসেন মাদক ব্যবসায়ী ছিলেন। আভ্যন্তরীণ কোনো ঘটনায় তিনি খুন হয়ে থাকতে পারেন।

অপরদিকে, ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের শামসুলের বাড়ির পেছনে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে।

সাকিব নানার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তবে তিনি কীভাবে খুন হয়েছেন তা এখনো জানা যায়নি। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ