বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর চলতি বছরের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এতে পাশের হার ৯৬.২৬%। মেধা তালিকা অর্জন করেছেন ৩০৬জন পরীক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১২টায় কুরআন শিক্ষা বোর্ডের রামপুরা অফিসে ফলাফল প্রকাশ করা হয়। কুরআন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মুফতি হেমায়তুল্লাহ কাসেমী কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজীর হাতে ফলাফল তুলে দেন। ফলাফল প্রকাশ করেছন নুরুল হুদা ফয়েজী। এবার কুরআন শিক্ষা বোর্ডের অধিনে ২৯৬ টি মাদরাসা ১৫০টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে।

কুরআন শিক্ষা বোর্ডের মহা সচিব নুরুল হুদা ফয়েজী বলেন, নানা প্রতিকুলতার মধ্যেও আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ করতে পেরেছি। এবার আমাদের ৯৬.২৬% পরীক্ষার্থী পাশ করেছে। পরীক্ষার ফলাফলের পাশাপাশি তাদের আমল-আখলাকের উন্নতি হোক। মা-বাবা, উস্তাদের দোয়ায় তারা এগিয়ে যাক আমরা সে কামনাই করি ।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়াতুল্লাহ কাসেমী বলেন, আমরা এবারের পরীক্ষা সুন্দর ভাবে নিতে পেরেছি এবং যথাসময়ে পরীক্ষার ফল প্রকাশ করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই। আল্লাহ তায়ালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক। এবার যারা পাশ করেছে তাদের জন্য শুভকামনা। তারা আরও এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশা করি।

রেজাল্ট পাওয়া যাবে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের ওয়েব সাইডে। ওয়ের সাইড লিঙ্ক: http://www.bqeb.org/result

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ