রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ডুমুরের বীজে সূরা ইখলাসের ক্যালিওগ্রাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুর্কি ক্যালিগ্রাফার নেজাতি কোর্কমায ডুমুরের বীজের উপর সূরা ইখলাসের ক্যালিগ্রাফি তৈরি করে ইতিহাসে সৃষ্টি করেছেন।

আনাদোলু এজেন্সীর সূত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ডুমুরের বীজের উপর অঙ্কিত তার এই ক্যালিগ্রাফিটি বিশ্বের মধ্যে ক্ষুদ্রতম ক্যালিগ্রাফি।

নেজাতি কোর্কমায তার ক্যালিগ্রাফিটি তৈরি করতে মাকড়শার জ্বাল এবং মৌমাছির হুল ব্যবহার করেছেন।

আনাদোলু এজেন্সীকে কোর্কমায বলেন, “ছয় মাসে আমি এই কাজ সম্পন্ন করেছি।”

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ