বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৭৯ হাজার ৩২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইকোর্ট ফিটনেসবিহীন যানবাহন নবায়নে শেষবারের মতো ২ মাস সময় দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই নির্দেশ দেন।

১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযানের পর সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করলে তা জব্দ করার নির্দেশও দেয়া হয়। এর আগে সকালে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ও ২০১৮ সালের অভিযান নিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। এতে বলা হয় বর্তমানে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

প্রতিবেদনে আরো বলা হয়, এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে ২ লাখ ৬১ হাজার ১১৩ টি। চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮ টি গাড়ি। একই অবস্থা অন্য বিভাগগুলোতেও।

রাজশাহীতে এক লাখের বেশি ফিটনেসবিহীন গাড়ি থাকলেও খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে রয়েছে কয়েক হাজার ফিটনেসবিহীন গাড়ি। আর ২০১৮ সালে গাড়ির ফিটনেস না থাকায় ৬ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৩৯২ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিআরটিএ'র সামনেই এত সংখ্যক ফিটনেসবিহীন গাড়ী কেমন করে রাস্তায় চলাচল করে তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ