শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইসলামি সঙ্গীত নিয়ে বাংলাদেশি শিল্পীগোষ্ঠী কলরবের মালয়েশিয়া সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের দরবারে বাংলাদেশি ইসলামি সঙ্গীত পৌঁছে দেওয়ার লক্ষ্যে মালয়েশিয়া সফরে রয়েছেন দেশের পরিচিত ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী।

জানা যায়, ইতোমধ্যে মালয়েশিয়াতে তিনটি ইসলামি সঙ্গীত জলসায় অংশগ্রহণ করেছে কলরবের শিল্পীরা। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের আয়োজনে এ সব জলসা অনুষ্ঠিত হচ্ছে । এছাড়াও আরও তিনটি আয়োজনে তারা অংশগ্রহণ করবে।

মালয়েশিয়া সফর সম্পর্কে কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্ন নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান আওয়ার ইসলাম জানিয়েছেন, আলহামদুলিল্লাহ্‌ এখানে এসে আজ পর্যন্ত ৩টা প্রোগ্রাম করেছি। আরো ৩টা প্রোগ্রাম বাকি আছে। প্রত্যেকটা প্রোগ্রামে বিপুল পরিমাণে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আমাদের উৎসাহিত করেছে।

শুক্রবার রাতের একটি ফ্লাইটে কলরবের শিল্পীরা ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে তারা দেশে ফেরার কথা রয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর