শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


যুদ্ধাপরাধী কায়সারের মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মুহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন-বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মুহা. নুরুজ্জামান।

রায় ঘোষণার জন্য আপিলটি আপিল বিভাগের দৈনন্দিন কার্য তালিকার ১ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।

সৈয়দ মুহাম্মদ কায়সারের পক্ষে ছিলেন আইনজীবী এস এম মুহা. শাহজাহান। তার সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন।

গত ৩ ডিসেম্বর আপিলের ওপর শুনানি শেষ হয়। তখন রায়ের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করে দেয়া হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে কায়সারকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ওই সাজা বাতিল চেয়ে আপিল বিভাগে আপিল করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর