শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস আল্লামা সুলতান যওক নদভীর জানাজায় জনতার ঢল

মাকে নিয়ে গাওয়া জনপ্রিয় ৪টি ইসলামি সঙ্গীত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান ।।

মা নামটি আমাদের হৃদয়ে অন্যরকম শিহরণ জাগায়। মাকে নিয়ে থাকে বহু কথা। অনেক আবেগ ও অনুভূতি। এই মধুর নামটি ঘিরে থাকে অনেক অনেক আয়োজন। মাকে নিয়ে লেখা হয়েছে অনেক ছড়া-কবিতা, গান ও গজল। চলুন, শুনে আসি মাকে নিয়ে গাওয়া এমনই কয়েকটি হৃদয়গ্রাহী ইসলামি সঙ্গীত।

আমার আম্মা- সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

১. ‘তোমার স্মৃতি মাগো - “তোমার স্মৃতি মাগো হয় না ইতি কেন, দিনে দিনে বেড়ে বেড়ে হয় যে দ্বিগুন”

মন মাতানো এ সঙ্গীতটি হাবিব কিবরিয়ার লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী তাহসানুল ইসলাম।

২. মা আমাকে ডেকে দিও- “মা আমাকে ডেকে দিও, সকাল হলে সবার আগে। মুয়াজ্জিনের কন্ঠ যখন আল্লাহ মহান বলে জাগে, মা আমাকে ডেকে দিও.. !”

হৃদয়কাড়া এ সঙ্গীতটি বিশিষ্ট কবি ও গল্পকার সাইফ সিরাজের লেখা। সুর করেছেন কলরব শিল্পীগোষ্ঠীর সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীতটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আহনাফ খালেদ।

৩. সারা রাত দুচোখে ঘুম ছিল না-“ সারা রাত দুচোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা...। কোথায় আছো কেমন আছো, এতো ডাকি তবু কেন কেন সাড়া দাও না ।

কলরবের প্রতিভাবান শিল্পী হুসাইন আদনানের গাওয়া সঙ্গীতটি লিখেছেন আরেক প্রতিভাবান শিল্পী সাইদ আহমদ। সর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান।

৪. খুব বেশি দুরে নয়- “খুব বেশি দুরে নয় গ্রাম থেকে জেলা শহর, মন তবু খুজে ফেরে মা তোমার অষ্ট প্রহর।ভুলতে পারি না মাগো তোমার আদর।”

শ্রোতামহলে প্রশংসিত ‘খুব বেশি দুরে নয়’ সঙগীতটি লিখেছেন কবি সাইফ সিরাজ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী তাহসিনুল ইসলাম।”

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ