বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া রহস্যময় তালেবান নেতা মোল্লা ওমর, যাকে যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ গোপন নথিতে স্ত্রীকে লেখা শায়েখ উসামা বিন লাদেনের চিঠি ও মুসলিম রীতিতে দাফনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল

একাধিক দাবিতে বিক্ষোভে কলকাতার মাদরাসা শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেতন ও বেতন বৃদ্ধি, মাদরাসার সঠিক পরিকাঠামো, মিড ডে মিলসহ একাধিক দাবিতে গতকাল থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে ভারতের কলকাতা রাজ্যের প্রায় ৫০০ মাদরাসা শিক্ষক। লাগাতার এক সপ্তাহ তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ওয়ান ইন্ডিয়া।

রাজ্য সরকার অনুমোদিত ২৩৫টি অনুদানহীন মাদরাসার শিক্ষকদের দাবি, এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি সরকার অনুমোদিত হলেও সরকার প্রদত্ত কোনও সাহায্য পায় না। ফলে এগুলির অধিকাংশই ধ্বংসের মুখে। এই মাদ্রাদরাসাগুলিতে কেবলমাত্র সরকারি পাঠ্যপুস্তক সরবরাহ হয়।

ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিলের বরাদ্দ নেই, স্কুল ইউনিফর্ম নেই, জর্জরিত পরিকাঠামোর নীচে ছাত্রছাত্রীরা পড়াশুনা করে, পশ্চিমবঙ্গ সরকার বিল্ডিং গ্রান্টের বিজ্ঞপ্তি জারি করলেও তা কার্যকর হয়নি। যদিও এইসব শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ হাজারের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে।

শিক্ষক-শিক্ষিকার ন্যূনতম সাম্মানিক ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রীর দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছিল মাদরাসা শিক্ষকদের সংগঠন। প্রশাসন অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা। ১০ ফেব্রুয়ারি, সোমবার থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ ভবন চত্বরে শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ এর অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার রয়েছে। রাজ্যের বাজেট সম্প্রচার নিয়ে বিরক্ত রাজ্যপাল অবশেষে হাইকোর্টের অনুমতিতে অনুদানহীন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা আজ সোমবার থেকে বিকাশ ভবনের সামনে গণ অবস্থান-বিক্ষোভে বসতে চলেছেন।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ