বুধবার, ০৮ মে ২০২৪ ।। ২৫ বৈশাখ ১৪৩১ ।। ২৯ শাওয়াল ১৪৪৫


অবশেষে হজক্যাম্প ছাড়তে শুরু করেছেন চীন ফেরতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে ফেরা ৩১২ বাংলাদেশি ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর আশকোনার হজ ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টা থেকে তারা হাজ ক্যাম্প ছাড়তে শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ (শনিবার) ২১২ জন ফিরবেন। বাকি ১০০ জন আগামীকাল রোববার হজ ক্যাম্প ছাড়বেন।

এর আগে তাদের সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষ করা হয়। গত ২ সপ্তাহ পরীক্ষা শেষে তাদের কারও মাঝে করোনা ভাইরাসের উপস্থিতি না পাওয়ায় সবাইকে বাড়িতে ফেরানো হচ্ছে।

গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে চীন থেকে দেশে ফেরেন ৩১২ জন বাংলাদেশি। এরপর থেকেই তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয় আশকোনা হজ ক্যাম্পে।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর থেকে চীনে মহামারি আকার ধারণ করে এই ভাইরাস। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৮০০ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে।

ভাইরাসটি চীনের ৩১ প্রাদেশিক পর্যায়ের অঞ্চল ছাড়াও বিশ্বব্যাপী ছড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা এবং প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয় অধিকাংশ দেশ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ