বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

হাজরে আসওয়াদে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুগন্ধি ব্যবহার করা হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাজরে আসওয়াদ বায়তুল্লাহর দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। সৌদি সুরক্ষা বাহিনীর কর্মীরা চব্বিশ ঘণ্টা শিফট অনুযায়ী হাজারে আসওয়াদকে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করে। কর্মীরা হজ ও উমরা যাত্রীদের মধ্যে তাওয়াফের সময় শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করে। যাতে তারা সহজেই এই মূল্যবান পাথরটিকে চুম্বন করতে পারে।

স্তম্ভটিতে সাতটি ছোট ছোট শিলা পাথর রয়েছে। এই পাথর সর্বনিম্ন বড় এক সে.মি. এবং সর্বোচ্চ দুই সে.মি.। এগুলির সুরক্ষার জন্য বিশেষ উপাদানে একটি বড় রুপোর ফ্রেমের ভিতরে পরস্পর মিলিয়ে রাখা হয়েছে।

তবে মানুষের চাপ ও উত্তাপের পাশাপাশি কিছু হজযাত্রী ও উমরাকারীর অনাকাঙ্ক্ষিত ভুল চলাফেরার কারণে সমস্যা সৃষ্টি হয়। যা কখনো কাম্য নয়। এ কারণে এই বরকতপূর্ণ পাথর দৈনিক পুরোপুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতের প্রয়োজন দেখা দেয়।

শেখ মাহমুদ বদরের পরিবার কয়েক হাজার বছর ধরে হাজারে আসওয়াদের দেখা-শোনা ও যত্নের সৌভাগ্য অর্জন করে আসছে। শায়খের পরে তাঁর পুত্র-নাতিরা ও বংশের লোকজন দায়িত্ব পালন করছে।

আজ হাজরে আসওয়াদের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও নির্মাণ সম্পর্কিত কাজ শায়খ ফয়সাল বিন শেখ মোহাম্মদ বিন মাহমুদ বদরের হাতে। হাজরে আসওয়াদ ও বাইতুল্লাহর পরিষ্কার পরিছন্নতা সুগন্ধি লাগানোর যত কাজ আছে তা হারামাইন শরীফাইনের জেনারেল সভাপতি করে থাকেন।

প্রত্যেক ফরয নামাযের আগে খুশবু লাগায়।। সুগন্ধি লাগানোর আগে প্রতিটি কর্তব্য সম্পাদন করা হয়, এতে সর্বাধিক ব্যয়বহুল ও দামী আতর ব্যবহৃত হয়।

আল আরাবিয়া ডট নেট অবলম্বনে ফয়জুর রহমান শেখ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ