বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সরকারের মধ্যস্থতায় হামিদের পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে: নুর আ. লীগের বিচারে সরকারের নতুন উদ্যোগ, জানালেন উপদেষ্টা স্কুলে নৈতিক শিক্ষা ছোট থেকেই দেয়া উচিত : মাসউদুল কাদির সিলেটে খেলার মাঠ নিয়ে বিএসএফ-স্থানীয়দের মধ্যে উত্তেজনা যৌতুকবিহীন বিয়ে করায় ২০ নবদম্পতিকে উপহার দিল জামায়াত আবদুল হামিদের দেশত্যাগ, ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা আলেমবিদ্বেষী বক্তব্যে ফটিকছড়িতে উমামা ফাতেমাকে অবাঞ্চিত ঘোষণা সমমনা ইসলামী জোটের বৈঠকে ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ইসলামে নারীর অধিকার: শিক্ষা, কর্ম ও মর্যাদা ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আমিন ইকবাল

ফেসবুকে মুসলিমবিরোধী মন্তব্য বন্ধ করার আহ্বান অস্ট্রেলিয়ান আইনজীবীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

অস্ট্রেলিয়ান আইনজীবীদের একটি দল ফেসবুকে জরুরি ভিত্তিতে তাদের নীতিমালা ঠিক করার আহ্বান জানিয়েছে। তারা বলেন, প্রতিদিন হাজার হাজার সহিংস ও মুসলিম-বিরোধী মন্তব্য হয়ে থাকে ফেসবুকে। অন্য ধর্মের বিরুদ্ধে করা মন্তব্য ফেসবুক অপসারণ করলেও মুসলিম বিদ্বেষী মন্তব্য অপসারণ করা হয় না। আমরা ফেসবুককে তাদের এ নীতি থেকে ফিরে আসার আহ্বান করছি।

ক্রাইস্টচর্চ মসজিদ হামলার এক বছরপূর্ণ হওয়ার পূর্বেই গত বুধবার ফেসবুককে পাঠানো এক চিঠিতে অস্ট্রেলিয়ান মুসলিম অ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং সিডনি ভিত্তিক সংস্থা বার্চগ্রোভ লিগ্যাল-এর আইনজীবীরা এ আবেদন করেন।

অ্যাডভোকেসি নেটওয়ার্কের আইনজীবী রিতা জাবরি-মার্কওয়েল এসবিএস নিউজকে জানিয়েছেন, তাদের এ সংস্থাটি
মুসলিম-বিরোধী কমেন্ট ও পোস্ট ডিলেট করতে আবেদন জানিয়েছে।

সম্প্রতি ফেসবুকে নানান ধরণের মন্তব্য আসে মুসলিমদের বিরুদ্ধে। ফেসবুক এগুলো সম্পর্কে কোনো নীতি মালা বা পদক্ষেপ গ্রহণ না করায় এ আইনজীবী সমিতির পক্ষ থেকে ফেসবুককে চিঠি পাঠানো হয়।

তারা প্রমাণ হিসেবে সম্প্রতি করা একটি মন্তব্য পেশ করেন। তাতে এক খ্রিস্টান মুসলিমদের ‘পোকা মাকর’ বলে মন্তব্য করে। তাদের হত্যা করারও কথা বলে। কিন্তু আশ্চর্য হলেও সত্য, ফেসবুকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

আইনজীবীরা আরো বলেন, আমরা ফেসবুককে একটি স্বাধীন মত প্রকাশের জায়গা মনে করি, কিন্তু তাই বলে তারা একটি ধর্মের মানুষকে বিশেষভাবে অবহেলা করবে এটা মেনে নেয়া যায় না। আমরা তাদের এ চিন্তা-ভাবনার প্রতি নিন্দা জানাই।

এসবিএস অস্টেলিয়া নিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ