বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

করোনা ভাইরাস থেকে বাঁচতে মাওলানা মারুফের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করােনা ভাইরাস থেকে বাঁচতে করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন রাজধানী ঢাকার কাকরাইল সার্কিট হাউজ জামে মসজিদের খতিব, জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ।

তিনি বলেন, প্রিয় ভাই ও বােনেরা! মহামারি ও বালা-মুছিবত গােনাহেরই ফসল করােনা ভাইরাস আমাদের গােনাহ ও অন্যায়ের ফসল। বান্দা যখন বেপরােয়াভাবে গুনাহ করে আল্লাহ তাআলা তাকে সতর্ক করতে বিভিন্ন পরীক্ষায় ফেলেন। যেন সে গুনাহ থেকে নিবৃত্ত হয়।

আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের কৃতকর্মের ফলে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে: যার ফলে তাদের কৃতকর্মের কোনাে কোনাে কর্মের শান্তি তাদেরকে তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রুম : ৪১)।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনাে সম্প্রদায়ের মাঝে অশ্লীলতার প্রসার ঘটে তখন তাদের মাঝে মহামারি এবং এমন দুর্ভিক্ষ দেখা দেয় যার নমুনা তারা পূর্বপুরম্নদের মাঝে দেখেনি। (ইবনে মাজাহ: ৪০১৯)।

আতঙ্কিত হওয়ার কিছু নেই মুমিনের আতড়িত হওয়ার কিছু নেই। সে সর্বদা আল্লাহর ফায়সালা ও সিদ্ধান্তের উপর সমর্পিত থাকে। বিশেষ করে বান্দা যখন আল্লাহ তাআলার হুকুম মেনে চলে তবে তার যিন্দেগী হয় চিন্তামুক্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন,  জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনাে ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। (সূরা ইউনূস : ৬২)।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনাে ব্যক্তি মহামারিতে পতিত হয় এবং নেকির আশায় সে ধৈর্যসহকরে সেখানে অবস্থান করে এবং এ বিশ্বাস রাখে যে, আল্লাহ তাআলার হুকুম ব্যতিত কিছুই হয় না, তাহলে সে শহীদের সওয়াব পায়। (বুখারি শরীফ : ৫৪০২)। আমাদের করণীয়।

আল্লাহর স্মরণ ও যিকির বাড়িয়ে দেয়া। বেশি বেশি তওবা ইস্তেগফার করা। হাদিসে বর্ণিত দু'আর আমল করা। যেমনক, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসে ওয়াল জুনি ওয়াল জুমে ওয়া মিন সায়্যিইল আসামি। (আবু দাউদঃ ১৫৫৪)। খ. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন এ দুআ পড়তেন, বিমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। (আবু দাউদঃ ৫০৯৫)।

তিনি বলেন, তখন ফিরিশতারা তার জন্য এ বলে দুআ করতে থাকে, তােমাকে সঠিক পথ পরিচালিত করা হোক। তোমকে সব ধরণের মসিবত ও মন্দতা থেকে রক্ষা করা হােক। গ) যে ব্যক্তি প্রতিদিন সকাল-সন্ধায় তিনবার এই দুআটি পড়বে, “বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুরুর মাআ ইমিহী শাইউন ফি আবৃদি ওয়ালা ফিস্ সামা-ই ওয়া হুওয়া সামিউল আলীম তাহলে সে আকশিক বিপদ-আপদ মহামারি থেকে রক্ষা পাবে। (তিরমিযীঃ ৩৩৮৮)।

ঘ, “লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যালিমীন" দুআটি বেশি বেশি পাঠ করা। ও, এই দুআটি পাঠ করা- আত্মাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনয়া ওয়াল আখিরাহ- হে আল্লাহ! আপনার কাছে দুনিয়া ও আখিরাতে আফিয়ত চাই। চ, বেশি বেশি দান-সাদকা ও মাতা-পিতার সেবা করা, পরিবারের লােকদের সাথে সুসম্পর্ক রাখা। নবী সা. বলেন, দান-সাদকা ও সৎ কর্ম অপমৃত্যু থেকে রক্ষা করে।

ছ, তাহাজ্জুদের সালাত আদায় করে দুআ করা। নবী সা. বলেন, তাহাজ্জুদের সালাত শরীরের যাবতীয় রােগ বালাই দূর করে। * নিজের ঘর ও অঞ্চল থেকে অতীব প্রয়ােজন ছাড়া বের না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তােমরা কোথাও মহামারির সংবাদ পাবে তখন সেদিকে যেও না। আর যদি তােমরা মহামারিতে আক্রান্ত ভূমিতে পূর্ব থেকেই অবস্থান করাে তাহলে সেখান থেকে পালিয়াে না। (বুখারীঃ ৫৭৩৯, মুসলিমঃ ২২১৯)।

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং ঘর-বাড়ি ও আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা। যত্রতত্র কফ, থুথু এবং নাকের ময়লা না ফেলা। * অযু অবস্থায় থাকা। কেননা হাদীসে শরীফে পবিত্রতাকে ঈমানের অঙ্গ বলা হয়েছে।

সুতরাং আসুন, আতঙ্কিত না হয়ে সতর্ক ও সাবধান হই, বেশি বেশি আল্লাহর স্মরণ ও যিকির করি, তাওবা ইস্তিগফার করি এবং আল্লাহ তাআলার দরবারে দুআ, রােনারি ও কান্নাকাটি করা । ওগাে মাবুদ! আপনি আমাদের দেশের সকলকে বিশেষ করে আমাদের বিবি-বাচ্চা, মাতা-পিতা এবং আত্মীয়-স্বজনকে করােনা ভাইরাসসহ সবধরণের রােগ ও বালা-মছিবত থেকে হেফাযত করুন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ