বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

করোনা : কুয়েতে পরিবর্তন করা হলো আজানের শব্দ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দুই সপ্তাহের (১২-২৬ মার্চ) ছুটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে এ ছুটি কার্যকর করা হয়েছে। এ দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, মসজিদে শুধু আজান হবে আর বাসায় নামাজ পড়বে মুসল্লিরা।

এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আজানের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে শোনা যায়- আজানে ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজে আসো) এর স্থলে মুয়াজ্জিন বলছেন- ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’। অর্থাৎ ‘আপনারা বাড়িতে নামাজ পড়ুন।’

মুয়াজ্জিন আজানে মধ্যে ‘আস-সালাতু ফি বুয়ুতিকুম’ এ অপরিচিত বাক্য বলার পর যথারীতি ‘আল্লাহ আকবর-আল্লাহ আকবর’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলে আজান শেষ করছেন।

তুরস্কভিত্তিক আনাদুলো এজেন্সি সূত্রে জানা যায়, নামাজ পড়তে মসজিদগুলোতে না আসতে অপরিচিত এ শব্দটি প্রচার করা হচ্ছে।

https://www.facebook.com/yasinarafathpage/videos/656459535142281/

কোনো কোনো মসজিদে আজানের শুরু বা শেষে বিষয়টি বলে দেয়া হচ্ছে। আবার অনেক মসজিদে ‘হাইয়া আলাস সালাহ’র পরিবর্তে ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ কথাটি বলা হচ্ছে।

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে সেখানে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

করোনাভাইরাস প্রতিরোধে দেশটির মন্ত্রিপরিষদের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী পাবলিক ও প্রাইভেট সেক্টরে ১২-২৬ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। আর ব্যাংকগুলো বন্ধ থাকবে ১২-২৯ মার্চ পর্যন্ত। তবে এটিএমবুথগুলো উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য যে, ফ্রান্স সবার জন্য মুখোশ পরাকে বাধ্যতামূলক করতে ১৫০ ইউরো জরিমানার আইন জারি করেছে। অথচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে ফ্রান্সে ওড়না বা মুখোশ পরা ছিল নিষিদ্ধ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ