বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

উত্তর ককেশাসে ইসলামী সংস্কৃতির প্রথম জাদুঘর নির্মাণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: উত্তর ককেশাসে এই প্রথম নির্মাণ করা হয়েছে ইসলামী সংস্কৃতির একটি দৃষ্টিনন্দন জাদুঘর। রাশিয়ার অর্থায়নে নবনির্মিত জাদুঘরটি ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে অবস্থিত। এটিকে বলা হচ্ছে, উত্তর ককেশাসের ইসলামী সংস্কৃতির প্রথম জাদুঘর।

কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রের ইসলাম বিষয়ক উপপরিচালক আলিম সেজাগোফ বলেন, চলতি মাসের শুরুর দিকে ককেশাসের নালচিক নগরীর ইসলামি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন এই জাদুঘরটির নির্মাণকাজ শেষ হয়েছে। ঐতিহাসিক বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে জানা যায়, খৃষ্টীয় দশম ও একাদশ শতাব্দীতে কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে ইসলামের আলো এসে পৌঁছায়। দীর্ঘ সময় পরে হলেও আজ বলা যায়, এই অঞ্চলের আদিবাসীরা সফলতার আরেকটি সিঁড়ি মাড়িয়ে ওপরে ওঠল। মুসলিমদের ঐতিহ্যের ধারক হিসেবে তারা বড় একটি ইসলামি সংস্কৃতির জাদুঘর নির্মাণ করতে পেরেছে।

চোখধাঁধানো নির্মাণশৈলী সমৃদ্ধ এই জাদুঘরে একটি মসজিদ রয়েছে। তাছাড়া, ইসলামি নানারকম আচার-অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেয়া হয়েছে স্বতন্ত্র জায়গার। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কীত ইসলামের নানা বিষয় দেয়ালগুলোতে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত চমৎকারভাবে। ক্যানভাসে আঁকা কবিতা-শেরের পঙক্তিগুলি দর্শণার্থীকে শতশতবছর আগের দিনগুলোর স্মৃতিমন্থর করতে বাধ্য করে। এছাড়াও, জাদুঘরটিতে প্রাচীন যুগের ইসলামি বহু নিদর্শনের সমাবেশ ঘটানো হয়েছে।

কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্র উত্তর ককেশাসে অবস্থিত রাশিয়ার একটি ফেডারেল রাজ্য। নালচিক এই রাজ্যের রাজধানী। কাবার্ডিনো-বালকারিয়া প্রজাতন্ত্রে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে। সূত্র: শাফাকনা ডটকম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ