রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৮ বৈশাখ ১৪৩২ ।। ১৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শ্রীমঙ্গলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ইসলাম নারীর মুক্তির সনদ: নুরুস সাবিহা বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা পুনর্গঠিত আলেমদের বাদ দিয়ে গঠিত যেকোনো জোট বা উদ্যোগ গণপ্রত্যাখ্যান করুন: ইসলামাবাদী অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিমরা সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা তীব্র তাপপ্রবাহে বিশ্রামের জন্য মসজিদ খোলা রাখবে উত্তর সিটি আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস আ’লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিপ্লবী ছাত্র-জনতাকে জমিয়তের অভিনন্দন

রাসুল সা. কে উপহাসের জবাব যে সুরাটিতে দেয়া হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুত্রসন্তান না থাকার কারণে কাফেররা রসূলুল্লাহ্‌ -এর প্রতি দোষরোপ করত আথবা অন্যান্য কারণে তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করে উপহাস করতো। এরই প্রেক্ষাপটে সূরা কাউসার অবতীর্ণ হয়।

এতে দোষরোপের জওয়াব দেয়া হয়েছে যে, শুধু পুত্রসন্তান না থাকার কারণে যারা রসূলুল্লাহ্‌ কে নির্বংশ বলে, তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বে-খবর।

রসূলুল্লাহ্‌ -এর বংশগত সন্তান-সন্ততিও কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা-সন্তানের তরফ থেকে হয়। অনন্তর নবী আধ্যাত্নিক সন্তান অর্থাৎ, উম্মত তো এত অধিকসংখ্যক হবে যে, পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেহ্মাও বেশি হবে। এছাড়া এ সূরায় রসূলুল্লাহ্‌ যে আল্লাহ্‌ তা'আলার কাছে প্রিয় ও সম্মানিত তাও তৃতীয় আয়াতে বিবৃত হয়েছে।

সূরা আল কাওসার। পবিত্র গ্রন্থ আল কুরআনের ১০৮ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩টি।

শানে নুযূল
যে ব্যক্তির পুত্রসন্তান মারা যায়, আরবে তাকে নির্বংশ বলা হয়। রসূলুল্লাহ্‌-এর পুত্র কাসেম আথবা ইবরাহীম যখন শৈশবেই মারা গেলেন, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল। ওদের মধ্যে আস ইবনে ওয়ায়েলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রসূলুল্লাহ্‌ -এর কোন আলোচনা হলে সে বলত, আরে তার কথা বাদ দাও, সে তো কোন চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চাচরণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা আল কাওসার অবতীর্ণ হয়।

আয়াতসমূহ- নিশ্চয়ই আমি আপনাকে কাউসার (বা প্রভূত কল্যাণ) দান করেছি।, অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় কড়ুন এবং কুরবানী করুন। নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই লেজকাটা, নির্বংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ