শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে? ক্ষুধা-অপুষ্টিতে ৫১ শিশুর মৃত্যু, হামলায় প্রাণহানি আরও ৭০ দারুল মাআরিফের নতুন মহাপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল কামিল পরীক্ষায় বসেছেন ৪৩ হাজার শিক্ষার্থী ‘মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো’ ‘রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির সালাহউদ্দিনের ভাবনা জাতিকে শঙ্কিত করেছে’  আল্লামা সুলতান যওক নদভীর  ইন্তেকালে খেলাফত মজলিসের শোক প্রকাশ নদভী আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করেছেন: ধর্ম উপদেষ্টা নারী-পুরুষের জীবনব্যবস্থায় স্রষ্টার নির্ধারিত নীতিমালা অপরিহার্য লাখো মুমিনের গর্জনে কেঁপে উঠল সোহরাওয়ার্দীর বাতাস

বাসা বদলের ঝামেলার কার্যকরী সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম: বিভিন্ন কারণে আমরা বাসা বদল করে থাকি। বাসা বদল করতে আামাদের জিনিসপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিভাবে জিনিসপত্র ঠিকঠাকভাবে নতুন বাসায় পৌঁছানো যায়? সব ঝামেলার সমাধান হবে কিছু কার্যকরী টিপস অবলম্বন করলে-

বাসা বদলানোর কিছুদিন আগে আপনার ইন্টারনেট, ডিশ ও ল্যান্ড ফোনের অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে নতুন বাসার ঠিকানা জানিয়ে দিন। নতুন বাসায় গিয়ে ইন্টারনেট, টিভি নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।

ভ্যান/ট্রাক/পিকআপ ভাড়া ইত্যাদি আগে থেকে যে কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য ভাড়া করে রাখুন।

বাসার কাচের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কার্টুন সংগ্রহ করে রাখুন। কাপড় দিয়ে পেচিয়ে কাচের জিনিসপত্র প্যাকিং করে সাবধানে কার্টুনে রাখুন।

ব্যবহার্য কাপড়-চোপড় আলাদা ব্যাগে রাখুন। নতুন কাপড়গুলো আলাদা ব্যাগে রাখুন।

প্রতিদিনের ব্যবহার্য তেল,সাবান,শ্যাম্পু,লোশন,টুথপেষ্ট, ব্রাশ,ক্রিম,ফেসওয়াশ এগুলোর মুখ ভালো করে বন্ধ করুন।

বাসা বদল করার আগের দিন ফ্রিজ অপ করে রাখুন;যেন পরের দিন ফ্রিজে কোনো পানি না থাকে। ফ্রিজ খালি করে রাখবেন, তাহলে স্থানান্তরে সুবিধা হবে।

সবশেষে, ফ্যান, লাইট এগুলো খুলে রাখবেন।

একান্ত মূল্যবান জিনিসগুলো নিজের কাছে রাখবেন,অথবা নিরাপদ জায়গায় রাখবেন।

নতুন বাসা পরিষ্কার করে রাখবেন। আনাচে কানাচে সব ময়লা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিবেন।ফ্লোর জীবানু নাশক পাওডার দিয়ে পরিষ্কার করে নিবেন।

নতুন বাসার দরজা-জানালার পর্দার মাপ নিয়ে পর্দা তৈরি করে রাখবেন।

বাথরুমগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিবেন।

সবশেষে আগের বাসায় কোনো জিনিস বাকি আছে কিনা, ভালো করে দেখে নিবেন।

নতুন বাসায় আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে নিবেন। কেননা অগোছালো ঘর মনের উপর প্রভাব ফেলে।

লেখক- শিক্ষার্থী, সরকারী তিতুমীর কলেজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ