বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি

চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু, আহত ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৪৭ জন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সেভ দ্যা সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) জরিপে এমন তথ্য উঠে এসেছে।  শুক্রবার সংগঠনের পুরানা পল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মার্চ মাসের শেষ দিন থেকে বজ্রপাতে মৃত্যু শুরু হয়। এরপর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মারা যান ১৭৭  জন। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহেই মারা গেছেন ৬৫ জন।

সংগঠনের জরিপে চলতি বছর জুন পর্যন্ত ১৪৯ পুরুষ, ২৮ নারী, ১৩ শিশু ও নয় কিশোর-কিশোরী বজ্রপাতে মারা গেছেন। আহত হয়েছেন ৪৭ নারী-পুরুষ।

এ সময়ে কৃষিকাজ করতে গিয়ে ১২২, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে ১৫, ঘরে অবস্থানকালে ১০, মাছ ধরতে গিয়ে ছয়, গরু আনতে গিয়ে পাঁচ, মাঠে খেলার সময় তিন, বাড়ির আঙিনায় খেলার সময় ছয়, ভ্যান/রিকশা চালানোর সময় দুই এবং গাড়ির ভেতরে অবস্থানকালে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

এ বছর সিরাজগঞ্জ জেলা বজ্রপাতের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এ জেলায় চলতি বছরের মে এবং জুন মাসে মারা গেছেন ১৮ জন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার।  আরো উপস্থিত ছিলেন বজ্রপাত বিশেষজ্ঞ ড. মুনির আহমেদ, এসএসটিএএফ’র সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, সংগঠনের গবেষণা সেলের নির্বাহী প্রধান আব্দুল আলীম, এসএসটিএএফ’র ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসাইন মিয়া, নির্বাহী পরিচালক রানা ভূইয়া, নূরে আলম জিকু প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ