সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ধর্ম উপদেষ্টার সঙ্গে হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ লাল কেল্লার মালিকানা চেয়ে মোগল সম্রাটের ‘বংশধরের’ দাবি খারিজ ‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’ শাপলায় শহীদদের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের দাবি ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক আজ ৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস: আমাদের চোখ খুলবে কবে? স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ ‘২৫ মার্চের কালরাতকেও হার মানিয়েছে শাপলা চত্বরের গণহত্যা’ কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে : স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন

টাঙ্গাইলে ৭ দিনের কঠোর বিধিনিষেধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এবার টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আজ রোববার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ড. আতাউল গনি।

তিনি বলেন, কয়েক দিন ধরেই করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী ২২ (মঙ্গলবার) থেকে ২৮ জুন ৭ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

টাঙ্গাইলের ডিসি জানান, বিধিনিষেধ চলাকালে সংশ্লিষ্ট এলাকায় কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া হোটেল ও মার্কেটসহ সব কিছুই বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবাহী ট্রাক চালু থাকবে। আর রিকশা, ইজিবাইক, সিএনজিসহ যাবতীয় যানবাহন বন্ধ থাকবে বিধিনিষেধ চলাকালে।

ড. আতাউল গনি জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটি এক সপ্তাহ পর করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেবে।

এদিন করোনা প্রতিরোধ কমিটির আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

এ ছাড়া সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ উপস্থিত ছিলেন সভায়।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১৫৩টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭, ঘাটাইলের ৯ জন, কালিহাতীতে ১৭ জন এবং সখীপুরে ৪ জন আছেন। এ পর্যন্ত জেলাটিতে মোট ৬ হাজার ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ