রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নতুন আইন পুতিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিদেশি মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর জন্য নতুন আইনের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, এতে রাশিয়ায় এসব প্রতিষ্ঠানের অফিস খোলার বাধ্যবাধকতা রাখা হয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাশিয়ার এ আইনে বলা হয়েছে- বিদেশি কোনো প্রতিষ্ঠানের সে দেশে ইন্টারনেটে কর্মকাণ্ড চালাতে হলে তারা রাশিয়ায় শাখা কিংবা অফিস খুলতে বাধ্য থাকবে।

নতুন আইনটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর আরো বেশি নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে মস্কোর নেওয়া পদক্ষেপগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন।

মস্কো এমনিতেই সে দেশের ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করতে আগ্রহী। একই সঙ্গে তারা বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নির্ভরতা কমাতে চায়।

এর আগে রাশিয়ায় সরকারবিরোধীদের বিরুদ্ধে বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘অবৈধ বিক্ষোভ’ সংঘটনের অভিযোগ উঠেছিল।

রাশিয়া সরকার এজন্য বিভিন্ন আধেয়কে অবৈধ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে সেইসব আধেয় মুছে ফেলতে বলে।

রুশ সরকারের চাহিদামাফিক আধেয় সরিয়ে না নেওয়ায় জরিমানা আরোপের মতো ঘটনাও ঘটে। শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে টুইটারের গতি কমিয়ে দেওয়া হয়।

গুগলের বিরুদ্ধেও মামলা হয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন আইনে পুতিন অনুমোদন দিলেন।

সূত্র: রয়টার্স

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ