রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


উত্তর প্রদেশে আরো এক মুসলিম গণপিটুনির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর প্রদেশে নির্বাচনের আগে বেড়েই চলেছে সম্প্রদায়িক সন্ত্রাস। এবার ৬২ বছরের কাজিম আহমেদ শিকার হয়েছেন গণপিটুনির।

দিল্লির জাকির নগরীর বাসিন্দা কাজিম আহমেদ বলেন, তিনি যখন এক আত্মীয়ের বিয়েতে যেতে আলীগড় যাচ্ছিলেন তখন তাকে এক দল সন্ত্রাসী নির্মমভাবে আক্রমণ করে। মুসলিমবিরোধী মন্তব্য করে তাকে বেধরক পেটাতে থাকে তারা।

তিনি বলেন, আমি আলিগড়ের জন্য বাস ধরতে নোয়াডা সেক্টর-৩৭ এ অপেক্ষা করছিলাম, তখন দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক আমাকে তাদের দিকে ডাকে। আমি সেখানে গেলে তারা আমাকে গাড়ীর ভিতরে টেনে নিয়ে যায়। জানালা তুলে দেয় এবং কিছু জিজ্ঞাসা করার বা বলার আগে আমাকে মারধর শুরু করে।

প্রবীণ এ মুসলিম অভিযোগ করেন, তিনি বাঁচার জন্য আর্জি জানান কিন্তু গেরুয়া সন্ত্রাসীরা শুনেনি এবং নির্মমভাবে মারধর করে, তাকে অর্ধ-মৃত অবস্থায় ফেলে রেখে যায়।

তিনি আরো বলেন, তারা আমার পায়জামা খুলে ফেলে, নাকে স্ক্রু ড্রাইভার দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে। আমার সব টাকা পয়সা নিয়ে নেয়। তারা আমার দাড়ি টেনে ছিঁড়ে নিতে চাইছিল।

কাজিমের ছেলে আরহাম বলেন, পুলিশ আজ সোমবার পরিবারকে এফআয়ার এর অনুলিপি সরবরাহ করবে। তার বাবা কাজিম আহমেদকে চিকিৎসা করা হচ্ছে। তিনি এখন কিছুটা ভালো আছেন। সূত্র: এনবি টিভি ইন্ডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ